নরসিংদী
শহর থেকে ১৫
কিলোমিটার উত্তরে শিবপুর থানার ধানুয়া গ্রাম।
ঐ গ্রামে
৬৯-এর
গণঅভ্যুত্থানের বীর
শহীদ আসাদ ঘুমিয়ে আছেন।
শহীদ আসাদের
পুরো নাম
আসাদুজ্জ্ামান।
তিনি ১৯৪২
সালের ২০ জুন নরসিংদীর শিবপুর উপজেলার
হাতিয়াদিয়া
গ্রামে জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম
আবু তাহের,
মাতা মতিজান
খাদিজা খাতুন।
আট ভাইবোনের
মধ্যবিত্ত পরিবারের সন্তান আসাদ ১৯৬৩ সালে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাজনীতিতে সক্রিয় হন।
১৯৬৯ সালের ২০
জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র সংগ্রাম কমিটির ১৪৪ ধারা উপেক্ষা করে
আইয়ুববিরোধী
মিছিলটি ফুলার রোড হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে মেডিকেল কলেজের
এমার্জেন্সি
গেটের কাছে আসা মাত্র গর্জে ওঠে পুলিশের রাইফেল।
গুলি লাগে
আসাদের বুকে।
তিনি রাজপথেই
শহীদ হন।
পরদিন ২১
জানুয়ারি তার নিথর দেহ
ধানুয়া গ্রামে সমাহিত
করা হয়।
ঢাকা শহরের
আসাদগেটের নাম অনেকেই শুনেছেন
এবং দেখেছেন।
শহীদ আসাদের
নামেই এই গেটটির নাম রাখা হয়েছে আসাদগেট।
শহীদ
আসাদ স্মরণে এ
শিবপুরে একটি কলেজ,
একটি গার্লস স্কুল ও
একটি সরকারি
প্রাথমিক বিদ্যালয়
প্রতিষ্ঠা করা হয়েছে।
শহীদ আসাদের
বাড়ি খুঁজে বের করা
একটু কষ্টসাধ্য।
তাই শহীদ
আসাদের বাড়ির দিকনির্দেশনা থাকলে সবারই সুবিধা
হতো।
নরসিংদী
বেড়াতে এলে অবশ্যই শিবপুরে এই বীর শহীদের সমাধি দেখে যাবেন।
নরসিংদী
রেলস্টেশন।
সেই ব্রিটিশ
আমল থেকে এ স্টেশনটি সার্ভিস দিয়ে আসছে।
এখান থেকে
ট্রেনে ঢাকা-সিলেট-চট্টগ্রাম-নোয়াখালী যাওয়ার ভালো ব্যবস্থা
আছে।
নরসিংদী
স্টেশনে সিলেট মেইল,
চট্টগ্রাম মেইল,
তিতাস নোয়াখালী
এক্সপ্রেস,
এগারোসিন্ধু
ট্রেনগুলো নিয়মিত থামে।
এখান থেকে
ট্রেনে ঢাকা
যেতে সময় লাগে দেড়
ঘণ্টা।
ভাড়া ২৫ টাকা।
শহরের পরিচিত মিষ্টির
দোকান
কানাই সুইট।
শহরের
মাঝখানের এই কানাইয়ের হোটেল সবার পরিচিত।
নরসিংদীর
হরিবোলের
রসগোল্লা আর রমেশ পোদ্দারের ছানার মিষ্টির স্বাদ নাকি ভোলার না।
নরসিংদী
শহর থেকে ৮
কিলোমিটার উত্তরে শিবপুর থানার কুমরাদি গ্রাম।
এই
গ্রামে
রয়েছে কুমরাদি
বিল।
আর যেতে পারেন
কুমরাদি মাদ্রাসায়।
এই মাদ্রাসা
সম্পর্কে কিছু তথ্য
জেনে রাখুন।
মাদ্রাসা আরবি
শব্দ, দারসুল
থেকে এসেছে,
যার অর্থ
পাঠ।
এটি
মূলতমুসলমানদের
অধ্যয়ন-অধ্যাপনা-গবেষণার স্থান বা
কেন্দ্র।
মাদ্রাসা
শিক্ষার প্রথম প্রতিষ্ঠান ছিল আরবের সাফা পর্বতের
পাদদেশে
যায়েদ-বিন-আকরামের বাড়িতে,
যেখানে স্বয়ং রসুল
(স.) ছিলেন শিক্ষক
এবং শিক্ষার্থী ছিলেন
তার কয়েকজন অনুসারী।
এ মাদ্রাসাটি ১৯২৭
সালের
মরহুম আব্দুল আজিজ
প্রতিষ্ঠা করেন।
১০০ একরেরও
বেশি জায়গা জুড়ে প্রতিষ্ঠিত
কুমরাদি মাদ্রাসায়
পাঠদানের পাশাপাশি ছেলেমেয়েদের জন্য রয়েছে পৃথক আবাসিক
ব্যবস্থা।
এখানে প্রথম
শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা আছে।
এটি একটি
আধা-সরকারি প্রতিষ্ঠান।
শিক্ষক সংখ্যা
৩২ জন।
বর্তমানে মাদ্রাসা
শিক্ষা
বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ।
মাদ্রাসাতে
এখন আরবির পাশাপাশি বাংলা,
ইংরেজি,
অঙ্ক,
বিজ্ঞানসহ সকল বিষয়ে
পাঠদান করা হয়।
কুমরাদি
মাদ্রাসাটা শিক্ষাপদ্ধতি আধুনিক এবং যুগোপযোগী।
নরসিংদীতে
অনেক ছোট-বড়
শিল্প প্রতিষ্ঠান আছে।
এ জেলায়
শিল্পের পাশাপাশি ব্যাপক সবজি
ও ফলের চাষ হয়।
শিবপুর
কাঁচাবাজার,
এখানে প্রতি শুত্রু ও মঙ্গলবার হাট
বসে।
সিএমবি,
হাতিরদিয়া,
মনোহরদী,
পালপাড়া,
মাছিমপুর থেকে আসা
সবজি এখান
থেকেই ঢাকাসহ
সারাদেশে রপ্তানি হয়।
শহর থেকে ১৭
কিলোমিটার উত্তরে
শিবপুরের আশরাফপুর
গ্রাম।
এই আশরাফপুরেই আছে
একটি বহু প্রাচীন মসজিদ।
এলাকার মানুষ
তাকে আশরাফপুর গায়েবি মসজিদ হিসেবেই জানে।
গায়েবি মসজিদ
হচ্ছে,
যে মসজিদটি একা একাই
তৈরি হয়েছে।
বা কোনো
জঙ্গলের ভেতরে খুঁজে
পাওয়া গেছে।
যার নির্মাতার
নাম বা নির্মাণের সন খুঁজে পাওয়া যায় না।
এটিও
ঠিক তেমনই
একটি মসজিদ।
যেহেতু এটি
একটি গায়েবি মসজিদ।
তাই এ মসজিদকে
ঘিরে
রয়েছে নানা
কল্প-কাহিনী।
শহর থেকে ২০
কিলোমিটার উত্তরে মনোহরদী উপজেলার
খিদিরপুরের জিবকায়া
গ্রাম।
জিবকায়া নামটির
মধ্যেই কেমন যেন রহস্য রহস্য
ভাব।
এ এলাকাটি এক
সময় ঘন জঙ্গলে বেষ্টিত ছিল।
হিংস্র প্রাণী
ও
ভূতÑপ্রেতের
ভয়ে সে সময় মানুষ এখানে বসতি করতে চাইত না।
জঙ্গলের ভেতরে
সাধনা করত
সাধক দরবেশ।
সেই জঙ্গল এখন
নেই, তবে
এলাকাটিতে এখনো তার চিহ্ন
রয়েছে।
এখনো এখানে
বন্যপ্রাণীর মধ্যে বানর বাস করে।
জিবকায়া
এলাকায়
মানুষের ঘনবসতি এখনো
গড়ে ওঠেনি।
জিবকায়া ভেতরে এক
জঙ্গল।
শুনে থাকবেন
এখানে একজন
সাধক সাধনা করতেন।
এই পৃথিবীতে মানুষ
অনেক অসাধ্য সাধন
করেছে শুধুমাত্র
অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে।
তেমনই একজন
নাম আমিনুল
ইসলাম।
শহর থেকে ২২
কিলোমিটার উত্তরে মনোহরদী উপজেলার মনতলা গ্রাম।
এ
গ্রামের ছেলে
আমিনুল ইসলাম।
জন্ম থেকেই
শারীরিক প্রতিবন্ধী আমিনুল।
সে
অন্যের
সাহায্য ছাড়া তেমন কিছুই করতে পারে না।
আমিনুলের
যেটুকু শক্তি তা
তার বিকল পায়ে।
পা দিয়ে লিখেই
সে চালিয়ে যাচ্ছে তার লেখাপড়া।
|