মাধবদী
পৌরসভার
সংক্ষিপ্ত বিবরণঃ
নরসিংদী জেলার সদর
উপজেলায় ব্রক্ষ্মপুত্র
নদ কে কেন্দ্র করে
গড়ে উঠা প্রাচ্যের ম্যানচেষ্টার হিসেবে খ্যাত বাবুর হাট
এলাকায় মাধবদী
পৌরসভার অবস্থান।
১৯৯৪ইং সালের
০২ জুলাই ৫.০৯ বর্গ কিলোমিটার
এলাকা নিয়ে মাধবদী
পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
যা বর্তমানে
প্রথম শ্রেনীর
পৌরসভা।
এই পৌরসভায়
প্রায় ১,৫৫,০০০
জন লোক বসবাস করে।
দ্বাদশ শতাব্দী থেকে
মাধবদীতে (বাবুর
হাটে) বস্ত্র তৈরী
শুরু হয়।
এ কাপড় বিক্রি
হত প্রাচীন বাংলার রাজধানী সোনার
গাঁও-এ।
পরবর্তীতে
মোঘল আমলে মাধবদী বাবুর হাট গড়ে ওঠলে এখানেই কাপড়
বিক্রি শুরু
হয়।
এ সময় মাধাওবদী ও তার
প্বার্শবরতী এলাকায় তাঁতের মোতাসূতার
শাড়ী লুঙ্গি,
গামছা তৈরী হত।
ব্রিটিশ আমলেও
মাধবদী মাধবদী বাবুরহাট এলাকায়
তাঁতের মোতাসূতার
শাড়ী লুঙ্গি,
গামছা তৈরী হত।
আশির দশকে এ এলাকায়
বিদ্যুৎ চালিত পাওয়ার
লুম শিল্প গড়ে ওঠে।
বর্তমানে
এখানে অত্যাধুনিক পাওয়ার লুম সাইজিং ছাড়াও
স্পিনিং মিল
গড়ে ওঠার পিছনে পূর্বের সময়কার অবদানকে স্বীকার করতে হয়।
এখন
মাধবদী
বাবুরহাটের কাপড় দেশের বস্ত্র চাহিদা মিটিয়ে বিশ্বের আনেক দেশেই
রপ্তানি হচ্ছে।
মাধবদীতে ছোত
বড় মাঝারি মিলিয়ে কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান
গড়ে উঠেছে।
এ বাজারে এক
সময় মসলিন কাপড়ও কেনা বেচা হত।
মাধবদীতে
বর্তমানে
৭টি বেসরকারী কলেজ,
৪টি বেসরকারী
মাধ্যমিক বিদ্যালয়,
২টি সরকারী প্রাইমারী
স্কুল ও বেশ
কয়েকটি মাদ্রাসা এবং কিন্ডারগার্ডেন স্কুল,
১টি ফায়ার সার্ভিস ও
১ টি পুলিশ
তদন্ত কেন্দ্র আছে।
এখানে সরকারী
ও বেসরকারী সব মিলিয়ে ৩৪ টি
ব্যাংক রয়েছে।
|