free counters
Free counters
 
 
বিশেষ সংবাদ ঃ   ইসলামিক রিসার্চ সেন্টার,নরসিংদীর সম্মানিত ভিজিটরদের অবগতিরজন্য জানানো যাচ্ছে যে এখন থেকে আমাদেরকে জানতে লগঅন করুন আমাদের নিজস্ব সাইট www.irc.narsingdibd.com এ। নিবেদক- কর্তৃপক্ষ।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ

ইসলামিক রিসার্চ সেন্টার,নরসিংদী কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের সঠিক পরিচয় মানুষের সামনে তুলে ধরা, যুগ চাহিদার প্রেক্ষিতে ইসলামের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা এবং ইসলামের আলোকে মুসলিম জনসমাজের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে । বর্তমানে প্রধানত চারটি বিভাগ যথা ফারায়েজ,ফাতওয়া,গবেষণা ও প্রকাশনা এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফারায়েজ (ইসলামী উত্তরাধিকার আইন) বিভাগে মুসলিম সমাজের ওয়ারিশি সম্পদ বন্টন সংক্রান্ত জটিলতা সমাধান করা হয়। ফাতওয়া বিভাগে জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নাবলীর দলীল ভিত্তিক উত্তর প্রদান করা হয়। গবেষণা ও প্রকাশনা বিভাগে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়সমূহে গবেষণা পরিচালনা করে তা পুস্তক ও সিডি আকারে প্রকাশ করা হয়।
                 এ সেন্টার তার বহুবিধ কার্যক্রম পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছে।

                                                          বিনীত
                                                   প্রতিষ্ঠাতা পরিচালক
                                                 হাফেজ মুহাম্মদ ইমদাদুল্লাহ
                                                  কামিল (হাদীস) ফার্স্ট ক্লাস
                                              বি.এ.(অনার্স )এম.এ.(ইসঃস্টাডিজ)
                                                ফার্স্ট ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়
                                                          মুহাদ্দিস
                                             জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা
                                                   গাবতলী ,নরসিংদী।

                                                                   E-mail: hmimdad121@yahoo.com

                                                   
Copyright www.ircnarsingdi.com Site Developed by www.narsingdibd.com